শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ১২:৪৮:০৯ অপরাহ্ন
নগরীর শেখঘাটে অরাজনৈতিক সেবা সংগঠন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ মে ২০২৫) বিকাল ৪ টায় আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
এসময় শেখঘাট পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে অতিথিকে এলাকার নাগরিক সমস্যাবলীর নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি, শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের পক্ষ থেকে শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন সরু রাস্তা প্রশস্ত করার জোর দাবি জানানো হলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ওই দাবির প্রতি সহমত প্রকাশ করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মাহমুদ, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সেক্রেটারি নুরুল আলমসহ স্থানীয় মুরব্বিরা এবং সভাপতিত্ব করেন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সম্মানিত সভাপতি পারভেজ আহমদ। তিনি সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন। পরে শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা সাদিকুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
পরে ক্লাবের উপদেষ্টা ও উদ্বোধন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফখর উদ্দিন আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি