জালালপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিষেক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৬:৩৮:১৫ অপরাহ্ন
জালালপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির অভিষেক বৃহস্পতিবার দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম গড়ে ওঠে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায়। শিক্ষকগণের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও থাকতে হবে অধ্যবসায় ও নিষ্ঠা। একজন শিক্ষার্থীর ধৈর্য ও পরিশ্রম শুধু তাকেই নয়, উপকৃত করে পরিবার, সমাজ ও পুরো শিক্ষা প্রতিষ্ঠানকে।
প্রবাসী ও সমাজের শিক্ষা-অনুরাগীদের সহায়তায় পরিচালিত এই কলেজের অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন বলে উল্লেখ করে কাইয়ুম চৌধুরী বলেন, বহু সরকার এসেছে, গেছে-তবু এখনো এ কলেজের পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে ওঠেনি। আমি এই প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। শিক্ষার্থী, এলাকাবাসী ও গভর্নিং বডির সম্মিলিত সহযোগিতা পেলে কলেজটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মাসুক। বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আব্দুল জব্বার জলিল, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মুক্তার আহমদ, এনামুল কবির, মোজাম্মেল আলী, আবু সাদ সুন্দর, শিক্ষক প্রতিনিধি নুরজাহান বেগম, বশির আহমদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী ইদু।
অপরদিকে, একই দিন বিকেলে নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্য সিরাজুল ইসলাম, নজমুল হোসেন, প্রফেসর নুরুল ইসলাম আলমগীর, এম এ বায়েছ এবং এম এ আজিজ। বিজ্ঞপ্তি