দোয়ারায় জামায়াতের সদস্য সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৭:২৯:২৭ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় লামাসানিয়ায় একটি হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রুকন সমাবেশে উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, সহ সেক্রেটারি ডা. হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য মো. দিলোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিরাজুল ইসলাম, খলিলুর রহমান ও অধ্যাপক জাহারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করেনা, কারো কাছে মাথা নত করেনা। তাই ষড়যন্ত্র আর চক্রান্ত করে জামায়াতের অগ্রযাত্রাকে কেউ স্তব্ধ করতে পারবেনা।