ফুডি চালু করেছে ‘ফুড রেসকিউ’ ফিচার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৮:২০:৪৩ অপরাহ্ন
দেশিয় অনলাইন ফুড ডেলিভারী জায়ান্ট ফুডি চালু করেছে ‘ফুড রেসকিউ’ ফিচার। গতকাল শুক্রবার (২৩ মে) প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশের ফুড ডেলিভারি খাতে এক নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে ফুডি। শুরু থেকেই প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তির ব্যবহার এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায়, এবার ফুডি তাদের অ্যাপে যুক্ত করলো একটি যুগান্তকারী ফিচার ‘ফুড রেসকিউ’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা “আন-ডেলিভারড” অর্থাৎ কোনো গ্রাহক অর্ডার বাতিল বা গ্রহণ না করলে তা অন্য গ্রাহকরা অ্যাপের মাধ্যমে পুনরায় কিনতে পারবেন আরও সাশ্রয়ী মূল্যে। এতে যেমন খাবারের অপচয় কমবে, তেমনি গ্রাহকদের জন্য তৈরি হবে সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়ার সুযোগ। ‘ফুড রেসকিউ’ ফিচারটি এখন থেকে ফুডির সকল ডেলিভারি জোনে কার্যকর। কোনো অর্ডার বাতিল বা গ্রাহক গ্রহণ না করলে, সেটির জন্য অ্যাপে একটি নোটিফিকেশন পাঠানো হবে এবং সেই খাবারটি সাশ্রয়ী মূল্যে পুনরায় কেনার সুযোগ পাবেন অন্য গ্রাহকরা। বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি সাসটেইনেবল এবং গ্রাহক-বান্ধব উদ্যোগ চালু করে ফুডি হয়ে উঠলো অনন্য একটি ফুড ডেলিভারি অ্যাপ।
ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, আমরা চাই foodi মানুষের দৈনন্দিন ব্যস্ত জীবনে নিয়ে আসুক স্বাচ্ছন্দ্য। ‘ফুড রেসকিউ’ আমাদের একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে গ্রাহকদের জন্য সুবিধা বাড়ানোর পাশাপাশি খাবার অপচয় রোধে সচেতন ভূমিকা রাখতে পারবো।