বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৮:৫৭:২৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানার এসআই আব্দুর রউফের নেতৃত্বে পুলিশ শুক্রবার বিকেলে পৌরশহর থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার সম্পাদক ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী বাবর হোসেন শিপলুকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবর হোসেন শিপলু বড়লেখা থানার একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি। শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।