মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৮:৫৮:৪৪ অপরাহ্ন
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা বলেছেন, ফসল আবাদে পরিমিত ও লাভজনক মাত্রায় সুষম সার প্রয়োগ ও ব্যবহার নিশ্চিতে কৃষকদের উদ্বুদ্ধ করা এখন সময়ের দাবী। মাটি পরীক্ষা অথবা বাংলাদেশ সরকারের অঞ্চলভিত্তিক সার সুপারিশমালা (এফআরজি) ব্যবহার করে ফসল আবাদে কৃষকদের আগ্রহী ও অভ্যস্ত করতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠ কর্মীদের প্রশিক্ষিত করা প্রয়োজন।
তিনি বৃহস্পতিবার দুপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেট বিভাগীয় গবেষণার সিলেট কর্তৃক দক্ষিণ সুরমার চন্ডীপুলস্থ এসআরডিআই সম্মেলনকক্ষে আয়োজিত বিভাগের দীর্ঘমেয়াদী ফসল চাষে মাটির উর্বরতার পরিবর্তন এবং সারের গুণগত মূল্যায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় কার্যালয় সিলেট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শওকতুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোঃ তারিকুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অ্যানালাইটিকেল সার্ভিসেস উইং এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন, বারি আকবরপুর মৌলভীবাজার এর সিএসও ড. মাহমুদুল ইসলাম নজরুল।
বিভাগীয় কার্যালয় সিলেট এর পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসআরডিআই সিলেট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শওকতুজ্জামান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ গিয়াস উদ্দিন, গীতা পাঠ করেন এসআরডিআই সিলেট এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তপন কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন এসআরডিআই বিভাগীয় কার্যালয় সিলেট এর বৈজ্ঞানিক কর্মকর্তা দীপ্ত চক্রবর্তী। বিজ্ঞপ্তি