সিলেট জোন খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৯:১৫:১৫ অপরাহ্ন
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা: এ এ তাওসিফ বলেছেন, বালাদেশের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার সবাই চান। কিন্তু যার যার সুবিধানুযায়ী সংস্কারের পক্ষে সবার অবস্থান। জনপ্রত্যাশা পুরণ হোক, স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের সকল পথ রুদ্ধ হোক; তা জনসমক্ষে বললেও আচার-আচরণে, সার্বিক কার্যকলাপে মনে হয় অনেকেই পুরনো বন্দোবস্তকে আঁকড়ে থাকতে চান। খেলাফত মজলিস মনে করে অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব হলো স্বৈরতন্ত্রের সকল পথ রোধ করার লক্ষে প্রয়োজনীয় সংস্কার করা। তিনি বলেন, খেলাফত মজলিস এমন সরকার ব্যবস্থা ও স্থায়ী বন্দোবস্ত চায়, যে ব্যবস্থা জনগণের ভোট, ভাতসহ সকল মৌলিক অধিকারের নিশ্চয়তা দেবে। যে বন্দোবস্ত কার্যকর হলে নাগরিকরা সংক্ষুব্ধ হয়ে নিজ অধিকারের জন্যে রাজপথে আন্দোলন করতে হবেনা।
তিনি শুক্রবার খেলাফত মজলিস সিলেট জোনের দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জোনের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মুহাম্মদ বজলুর রহমান।
পূর্ব জিন্দাবাজারস্থ একটি হোটেলে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ মাওলানা এস এম এন ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়সল তালুকদার সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ। বিজ্ঞপ্তি