জমিয়তের কোতয়ালী থানার কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৯:১৯:৪৯ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন কোতয়ালী থানা শাখারা ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার বাদ যুহর নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মুখলিছুর রহমান রাজাগঞ্জী। কোতোয়ালি থানা জমিয়তের আহ্বায়ক মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সহ-সভাপতি ক্বারী সিরাজুল ইসলাম, সহসভাপতি মাওলানা সাইফুল্লাহ, লন্ডন জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জালালাবাদ থানা জমিয়তের সভাপতি মাওলানা হুসাইন আহমদ, মোগলাবাজার থানা জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সৈয়দ মোসাদ্দেক আহমেদ, মাওলানা ইলিয়াস, আহমদ মুফতি রশিদ, মাওলানা মতিউর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আহমদ, মুফতি মিজানুর রহমান, মাওলানা আব্দুল খায়ের শিবলী, মাওলানা বাহাউদ্দিন বাহার, মাওলানা এম বেলাল আহমেদ চৌধুরী, মাওলানা শরিফ উদ্দিন, এম রেজাউল হক, মাওলানা ইলিয়াছ, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আবুল খয়ের, মাওলানা খলিলুল্লাহ মাহবুব, মাওলানা আবুল কালম মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ।
পরে সকলের সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা আহমদ সগীর বিন আমকুনীকে সভাপতি, মাওলানা আব্দুর রহমান শাহজানকে সাধারণ সম্পাদক ও মাওলানা শরীফ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মহানগরের সাংগঠনিক সম্পাদ মাওলানা আখতারুজ্জামান তালুকদার। বিজ্ঞপ্তি