ঈদে সিলেটে ১২ জোড়া আন্তঃনগর ট্রেন : অগ্রিম টিকেট বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৯:৩৫:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট বিভাগের জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়, যেটি ছিল ৩১ মে’র যাত্রার জন্য। ঈদ উপলক্ষে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি চলবে। দিনভিত্তিক যাত্রার তারিখ অনুযায়ী টিকিট বিক্রির সময়সূচি নিম্নরূপ: ২৩ মে: ২ জুনের টিকিট, ২৪ মে: ৩ জুনের টিকিট, ২৫ মে: ৪ জুনের টিকিট, ২৬ মে: ৫ জুনের টিকিট, ২৭ মে: ৬ জুনের টিকিট। এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে এবং চলবে ৫ জুন পর্যন্ত।
ঈদ উপলক্ষে যাত্রীসেবা বাড়াতে সিলেট থেকে ঢাকা রুটে প্রতিদিন ৪ জোড়া ট্রেন এবং সিলেট-চট্টগ্রাম রুটে ২ জোড়া ট্রেন চলাচল করবে। অর্থাৎ প্রতিদিন মোট ১২ জোড়া আন্তঃনগর ট্রেন যাত্রী পরিবহন করবে। শুক্রবার সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। যাত্রীরা ৎধরষধিু.মড়া.নফ অথবা বাংলাদেশ রেলওয়ের মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।