হবিগঞ্জে বিপুল গাঁজাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৯:৩৯:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার সকালে জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের শিবগঞ্জ গ্রামের মো. রাসেল (২৬), একই গ্রামের মো. বাবু হোসেন (২৫)।
শুক্রবার (২৩ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।