সিলেটে ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ১৫ জনের নাম প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৯:৪১:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যূত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর নিজেদের নিরাপত্তার জন্য সারাদেশে ৬২৬ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে সরকারের মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, আমলা সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও রয়েছেন। এর মধ্যে সিলেট সেনানিবাসে ১৫ জন আওয়ামীলীগ নেতা ও সরকারী কর্মকর্তা আশ্রয় নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সিলেট সেনানিবাসে আশ্রয় গ্রহণকারী ১৫ জন হলেন- সিলেটের সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র মোঃ আনোয়ারুজামান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ভিসি জামাল উদ্দিন ভুইয়া, সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, সিলেট মেট্রোপলিন পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খান, এসএমপির সাবেক অতিরিক্ত কমিশনার জোবায়েদুর রহমান, সাবেক উপ-কমিশনার আজবাহার আলী শেখ, সাবেক ডিসি (ট্রাফিক) মাহফুজুর রহমান, সিকৃবি কর্মকর্তা মো. আলাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পরীক্ষা কন্ট্রোলার মো. আব্দুল আউয়াল, সিকিউরিটি অফিসার মো. আব্দুল রকিব, গোয়াইনঘাটের সাবেক ইউএনও মো. তৌহিদুল ইসলাম (পরিবার সহ) ও সাবেক এসিল্যান্ড মো. সায়দুল ইসলাম, জেলা পুলিশের সার্কেল এসপি শাহিদুর রহমান ও গোয়াইনঘাট থানার সাবেক ওসি মো. রফিকুল ইসলাম।