মোগলাবাজারে হত্যা মামলার আসামী বাস চালক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৯:৪২:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা মোগলাবাজারে সড়ক দুর্ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বাস চালককে গ্রেফতার করেছে র্যাব-৯। মৌলভীবাজারের রাজনগর মনসুরনগর এলাকায় অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. শিপন (৪২)। সে মৌলভীবাজার রাজনগর এলাকার এরশাদ উল্লাহের বাসার মো. ছানা মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ১০ এপ্রিল আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলেট মোগলাবাজার থানাধীন ভগতিপুর এলাকার ইসলাম ফিলিং স্টেশন পাম্পের সামনে মোটরসাইকেল আরোহী আলী আহমদ ফেঞ্চুগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এই সময় বিপরীত দিক থেকে আসা বাস (ঢাকা মেট্রো জ-১১-০২১৩) নম্বরের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দিলে আলী আহমদ বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আলী আহমদের স্ত্রী বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় র্যাব মৌলভীবাজারের রাজনগর মনসুরনগর ইউনিয়নের কংসখোলা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো জ-১১-০২১৩ নম্বরের বাস চালক মো. শিপনকে গ্রেফতার করে।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মোগলাবাজার থানায় একটি হত্যা মামলার আসামি মো. শিপনকে মৌলভীবাজারের রাজনগর থেকে গ্রেফতার করে মোগলাবাজার থানায় হস্তান্থর করা হয়েছে।