গোলাপগঞ্জে যুবলীগ কর্মীর উপর হামলা : আটক ১
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৯:৪৪:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ কর্মী মেহেদী হোসাইন ওরফে আরিফ (৩৯) এর উপর হামলার ঘটনায় এজহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম তৌহিদুল ইসলাম তাজ। তিনি উপজেলার মছকাপুর এলাকার বাসিন্দা।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রুজেল মিয়া। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হেতিমগঞ্জ বাজার তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, এঘটনার পর তার ভাই মুবাশ্বির হোসেন আব্বাস বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা চালিয়ে মামলার ৩নং আসামী তৌহিদুল ইসলাম তাজকে গ্রেফতার করে।