বাংলাদেশকে ২৩৬৯ জনের জাতীয়তা যাচাই করতে বলল ভারত
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ১০:০৩:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, তার দেশ বর্তমানে দুই হাজার ৩৬৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
জয়সোয়াল জানান, ভারত চায় বাংলাদেশ যেন অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের চিহ্নিত করে দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা করে। তিনি বলেন, যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছেন, তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের নাগরিক; স্থানীয় আইন ও রীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
মুখপাত্র বলেন, ভারতে অনেক বাংলাদেশি নাগরিক রয়েছেন, যাদের ফেরত পাঠানো প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারকে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি।
তিনি বলেন, আমাদের কাছে দুই হাজার ৩৬৯ জনের একটি তালিকা রয়েছে, যাদের ফেরত পাঠানো হবে। তাদের মধ্যে অনেকেই কারাভোগ শেষ করেছেন। এদের ফেরত পাঠাতে তাদের নাগরিকত্ব যাচাই করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে জাতীয়তা যাচাই ২০২০ সাল থেকে ঝুলে আছে। বাংলাদেশের উচিত বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা।