অধ্যাপক ডা. আজিজুর রহমানের মৃত্যুতে ডায়াবেটিক সমিতির শোক সভা
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ৬:০৫:৩৬ অপরাহ্ন
সিলেট ডায়বেটিক সমিতির সম্মানিত সহ-সভাপতি, সিলেটের হাউজিং এস্টেট এর বাসিন্দা, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, মৌলভীবাজার সমিতি সিলেট এর সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, নর্থইস্ট মেডিকেল কলেজ সিলেট ও সেন্ট্রাল ডেন্টাল কলেজ সিলেট এর অন্যতম পরিচালক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, আঞ্জুমানে মফিদুল ইসলাম সিলেট, লায়ন্স শিশু হাসপাতাল সিলেট, লায়ন্স চক্ষু হাসপাতাল সিলেট সহ অসংখ্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহিত সংশ্লিষ্ট বিশিষ্ট সমাজসেবী, লায়ন্স অধ্যাপক ডা. আজিজুর রহমান এর মৃত্যুতে শনিবার দুপুরে সমিতির ‘বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম’ সভাকক্ষে সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো: আবুল আহবাবের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভা পরিচালনা করেন হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের ল্যাব ইন-চার্জ মো: মালেক খান।
শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেটের সাবেক সিটি মেয়র, ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান মো: আরিফুল হক চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. এ.টি.এম. জাফর আহমদ, কার্যনির্বাহী সদস্য মো: বশিরুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. নিহারেন্দু দাস প্রমূখ।
বক্তারা বলেন, অধ্যাপক ডা. মো: আজিজুর রহমান ছিলেন স্বচ্ছ, নিরপেক্ষ, নির্লোভ ও সাদামনের মানুষসহ বিভিন্ন গুণের অধিকারী। তিনি অসাম্প্রদায়িক, কর্মতৎপর, কর্মচারী বান্ধব, উদারমনা সিলেটের কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটবাসী বহু গুণে গুণান্নিত এক অভিভাবককে হারালো। উনার বিভিন্ন সামজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা ও সামাজিক কাজের মাধ্যমেই তিনি আমাদের মাঝে বিরাজমান থাকবেন অনন্তকাল।
ভারাক্রান্ত হৃদয়ে বক্তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও আজিজুর রহমান সাহেবের পরিবারের সদস্যরা যেন এ শোক কাটিয়ে উঠতে পারেন তার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন। সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ.কে.এম. জিয়াইল হক।