শ্রমিকদের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই দেশকে এগিয়ে যেতে হবে: অধ্যাপক হারুন
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ৮:০৭:৪৬ অপরাহ্ন
বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেছেন, শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই দেশকে এগিয়ে যেতে হবে। তাহলেই বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি বুধবার দক্ষিণ সুরমার লালাবাজারে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি রেহান আহমদ হারিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মো নূরুল আমিন, সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ। বক্তব্য রাখেন- ফেডারেশনের সিলেট জেলা অর্থ সম্পাদক আব্দুস সাত্তার মুন্না, অফিস সম্পাদক মো আল আমিন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাবেক ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ফেডারেশনের গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আল মান্নান লিপু, পৌর সভাপতি এনাম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সহ সভাপতি আব্দুর রহমান সায়মন, সেক্রেটারি আব্দুল হক, নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার সুরমান আলী, সেক্রেটারি নাজিম উদ্দিন ও বিয়ানীবাজার উপজেলা নির্মাণ শ্রমিক সভাপতি সেলিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক হারুনুর রশীদ খান- দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা-পৌর ট্রেড ইউনিয়ন ও সেক্টর দায়িত্বশীলদের সাথে পৃথক মতবিনিময় করেন, শ্রমিক নেতৃবৃন্দের খোঁজ খবর নেন। ফেডারেশনের কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি