কোম্পানীগঞ্জ সড়কে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ৮:৫৭:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কাকুয়ারপাড় এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার সময় নগরীর এয়ারপোর্ট থানার কাকুয়ারপাড় এলাকার পাশে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম অরুন চন্দ্র (৩৩)। সে বিমানবন্দর কুয়ারপাড় গ্রামের অমর চন্দ্রের ছেলে। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।