কানাইঘাটে ৩০০ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ৮:৫৯:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোরে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর গ্রামের মসজিদ সংলগ্ন খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম তোফায়েল আহমদ স্বপন (৩০)। সে উপজেলার কেউটিহাওর গ্রামের খসরুজ্জামানের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে ইয়াবাসহ মাদকদ্রব্য এলাকায় নিয়ে এসে বিক্রি করে থাকে। শনিবার মাদক মামলায় আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।