জৈন্তায় বিদেশী মদসহ র্যাবের জালে যুবক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ৯:০৩:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের নাম মোহাম্মদ শাহিন আহমদ (২৫)। সে উপজেলার হরিপুর উৎলারপুর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। তাকে জৈন্তাপুর থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানান তিনি।