শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ৯:১২:৪৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৩টায় ইউনিয়ন অফিস সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও কমিটির সদস্য মো. মছদ্দর আলীর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান (ভিপি মিজান), কমিটির সদস্য ফখরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান জরিফ, যুগ্ম আহ্বায়ক মো. তাজ উদ্দিন (তাজু), খন্দকার আবুল মঈন গুফরান এবং হাফিজুর রহমান তুহিন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন, আইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নিলু মিয়া, সাবেক সভাপতি সুফি মিয়া প্রমুখ। এছাড়াও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, তাতীদল, কৃষকদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সময়ে যারা মাঠে ছিলেন, তাদেরকেই যেন ইউনিয়ন বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে স্থান দেওয়া হয়। তারা বলেন, আওয়ামী লীগের দোসররা যেন কোনোভাবেই কমিটিতে ঢুকতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।