সুনামগঞ্জে ভূমি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৬:১৬:১০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপি ভূমি মেলা। রোববার (২৫ মে) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোধা রাণী রায়। সহকারী কমিশনার মরিয়ম আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দফতর প্রধান, উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
এই কর্মসূচির আওতায় সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা।