চা বাগানের ৫০ শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৬:১৭:৩৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :
দুর্গম চা বাগান থেকে বিদ্যালয়ে আসার জন্য বাইসাইকেল পেলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের চাম্পারা চা বাগানের ৫০ শিক্ষার্থী। বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পের ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেয়া হয়।
রোববার সকাল ১১ টায় চাম্পারা চা বাগানের প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস, প্রকল্পের কর্মী লিটন পাশ প্রমুখ।
উল্লেখ্য, চাম্পারা চা বাগান শিশু উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীতে ৫০ শিক্ষার্থী পার্শ্ববর্তী ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কুরমা চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত আছে। চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, চাম্পারা চা-বাগান থেকে মাধ্যমিক বিদ্যালয় অনেক দূর, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে যেতে অনেক সময় লাগে। প্রয়োজনের সময় যানবাহন পাওয়া যায় না। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই উদ্যোগে তাদের অনেক উপকারে আসবে।