ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৭:৩৮:৫২ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী মোস্তফা কামাল বলেছেন, বর্তমানে দেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীল কর্মীকে ইসলামী আদর্শে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদেরকে দেশ গঠনে অগ্রনী ভুমিকা রাখতে হবে। দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। আর সেই নেতৃত্ব ইসলামী আন্দোলনকেই তৈরি করতে হবে।
শনিবার দিনব্যাপী সিলেট জেলার ১২টি থানা ও উপজেলার দায়িত্বশীলদের নিয়ে নগরীর সোবহানীঘাটস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসানের সঞ্চালনায় ক্বোরআনে কারীমের তেলাওয়াত, দারসুল কুরআন, দারসুল হাদীস ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, ফজলুল হক্ব, নূরুল আমীন, মহানগর সহ-সভাপতি আসাআদ উদ্দীন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কে এম ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, দফতর সম্পাদক মাওলানা বদরুল হক, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান সহ থানা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ। বিজ্ঞপ্তি