মালয়েশিয়ায় আসিয়ান ইকোনমিক কাউন্সিলের বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৭:৩৩:৫৯ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় আসিয়ান ইকোনমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ৪৬তম আসিয়ানের মূল সম্মেলনের ফাঁকে রোববার ২৫তম আসিয়ান ইকোনমিক কমিউনিটি কাউন্সিল (এইসিসি)-এর বৈঠকে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ১১টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, যার মূল ফোকাস ছিল একে অপরের মধ্যে আরও গভীর সহযোগিতা গড়ে তোলা।
মালয়েশিয়ার রাস্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী সেরি তেংকু জাফরুল-এর উদৃতি দিয়ে জানিয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আসিয়ান দেশগুলোর একসঙ্গে কাজ করা এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করা খুবই জরুরি। আমাদের নিজেদের মধ্যেও ইন্টার-আসিয়ান বা আসিয়ানভিত্তিক বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে, যাতে বাইরের দেশগুলোর ওপর নির্ভরতা কমানো যায়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থানের পরিবর্তনের প্রতি আসিয়ানের প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিমিত ও বিচক্ষণ হয়েছে।
প্রতিশোধমূলক ব্যবস্থার বিপরিতে তিনি বলেন, আমরা প্রতিশোধমূলক পথে না গিয়ে আলোচনা আর সহযোগিতার পথ বেছে নিয়েছি। আসিয়ান দেশগুলো একমত যে কোনো রকম প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়। বরং খোলামেলা যোগাযোগের মাধ্যমেই স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা সম্ভব।