নজরুল পরিষদের জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৭:৩১:৪৮ অপরাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেট নজরুল পরিষদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সকাল ১০টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সিলেট নজরুল পরিষদ, সিলেট সিটি করপোরেশন, নজরুল সংগীত শিল্পী পরিষদ (সিলেট বিভাগ), গীতবিতান বাংলাদেশ, সুর ও বাণী, কথাকলি, সিলেট ললিতকলা একাডেমি, শ্রুতি, পাঠশালা, ছন্দ নৃত্যালয়, দ্বৈতস্বর, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট আর্টস কলেজ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও নজরুল একাডেমি সিলেট।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট নজরুল পরিষদের সদস্য সচিব নীলাঞ্জন দাস টুকু। এরপর ছন্দ নৃত্যালয়ের পরিবেশনায় দলীয় নৃত্য এবং নজরুল সংগীত শিল্পী পরিষদের পরিবেশনায় দলীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে সঙ্গীতময় আবহ সৃষ্টি করে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিলেট বিভাগের সমন্বয়ক শামসুল বাসিত শেরো এবং সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম চৌধুরী।
আয়োজকেরা জানান, এ অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা চেতনা, অসাম্প্রদায়িক দর্শন এবং মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি