লাইফস্টাইল ব্র্যান্ড ভাইব্রেন্টের ২১তম শাখা বসুন্ধরায়
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৭:৩৯:১১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ভাইব্রেন্টের ২১তম শাখা রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং সিটেত চালু হয়েছে। গত শনিবার (২৪ মে) ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং সিটির ৭ম তলায় নতুন শো-রুম উদ্বোধন করা হয়।
আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস সেন্টার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ইউএস-বাংলা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ভাইব্রেন্টের চিফ অপারেটিং অফিসার শেখ তানভীর তাপস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কর্মকর্তারা। নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে ২৬ মে পর্যন্ত যেকোনো পণ্যে ২০ শতাংশ ছাড় সুবিধা পাবেন গ্রাহকরা।
ভাইব্রেন্টের চিফ অপারেটিং অফিসার শেখ তানভীর তাপস বলেন, গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে পুরুষ, মহিলা ও শিশুদের আধুনিক ডিজাইনের জুতার কালেকশন থাকছে শো-রুম গুলোতে। জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন রয়েছে।