বাংলা প্রেসক্লাব মিশিগানের নয়া কমিটি : সভাপতি শাহেদুল, সম্পাদক সোহেল
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ১০:১৪:২৫ অপরাহ্ন
মিশিগান (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সৈয়দ শাহেদুল হককে সভাপতি, তোফায়েল রেজা সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৫-২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার স্থানীয় সময় দুপুরে মিশিগানের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক আশিক রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- শামীম আহসান, সৈয়দ শাহেদুল হক, সেলিম আহমদ, চিন্ময় আচার্য্য, মোস্তফা কামাল, মুজিবুর রহমান শাহীন, কামরুজ্জামান হেলাল, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, রফিকুল হাসান চৌধুরী তুহিন, মাহফুজুর রহমান শাহীন, সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার ও সুলায়মান আল মাহমুদ।
প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাটিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি সৈয়দ শাহেদুল হক, সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকার, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন। সাধারণ সদস্যরা হলেন- শামীম আহসান, আশিক রহমান, কামরুজ্জামান হেলাল, দেওয়ান কাওসার এবং সৈয়দ আসাদুজ্জামান সোহান।
সভায় প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা, এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা হয়। বক্তারা ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী ও কার্যকর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা প্রেসক্লাব মিশিগান আরও কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ শাহেদুল হক বলেন, এই প্রেসক্লাব শুধু সংবাদকর্মীদের সংগঠন নয়, এটি আমাদের পরিচয়ের, সংস্কৃতির এবং দায়িত্বশীল মত প্রকাশের এক সেতুবন্ধন। আমরা সবাই মিলে এটিকে আরও শক্তিশালী ও অর্থবহ করে তুলবো।
সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল বলেন, সংবাদ শুধু তথ্য নয়, তা হচ্ছে দায়িত্ব। প্রবাসেও এই দায়িত্ব পালনে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। নবনির্বাচিত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানান এবং সদস্যদের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।