জুড়ীতে তিন ইউনিয়ন বিএনপির কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৬:২৯:১৫ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার অন্তর্গত তিনটি ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে ভোটারদের গোপন ভোটে প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিভিন্ন তারিখে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরগণ তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
২৫ মে রোববার সাগরনাল ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। ৪৫৯ ভোটারের মধ্যে ৪৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত। তিনি পেয়েছেন ২৭৮ ভোট। ২৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহিন আহমদ রুলন। সাংগঠনিক সম্পাদক পদে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক আহমদ।
এর আগে পশ্চিম জুড়ী ইউনিয়ন নির্বাচনে ৩০৬ ভোটারের মধ্যে ২৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ১৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সামসু উদ্দিন। সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে হারুন মিয়া নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২৫ ভোট।
জায়ফরনগর ইউনিয়ন নির্বাচনে ৪৫৯ ভোটারের মধ্যে ৪৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসহাক আলী। তিনি পেয়েছেন ২৫২ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত নুরুল ইসলাম জুবেল। তিনি পেয়েছেন ২৬৭ ভোট। ১৭৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন।
নির্বাচন কমিশনের আহ্বায়ক ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুল, সদস্যসচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও সদস্য মোঃ আব্দুল মালিক। প্রিজাইডিং অফিসার ছিলেন শিক্ষক দিবাকর দাস, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রভাষক সাইদুল ইসলাম, শিক্ষক নজরুল ইসলাম ও শিক্ষক সেলিম উদ্দিন।