জৈন্তায় ভূমি মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৬:৩০:৩৫ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি:
জৈন্তাপুর উপজেলায় ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১ টায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় মেলায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী। আলোচনা শেষে ভূমি অফিসে প্রাঙ্গণে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে সেবা গ্রহীতাদের জন্য সেবা ও পরামর্শ হেল্প ডেস্কের উদ্বোধন করেন প্রধান অতিথি।