সুনামগঞ্জে ৯ শত প্লাস্টিক বোতল ধ্বংস
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৭:০৯:৫৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে চিংড়ি মাছ ধরার ফাঁদ পরিবেশ বিধ্বংসী নয়শত প্লাস্টিক বোতল (কিরণমালা) ধংস করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার দেখার হাওরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ৯ শত কিরণমালা জব্দ করা হয়। পরে শান্তিগঞ্জের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে সেগুলো ধ্বংস করা হয়। মাছের বংশবৃদ্ধি বিস্তারে জেলা প্রশাসকের নির্দেশনায় এমন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাছ মারার অবৈধ কিরণমালা জব্দের পর ধ্বংস করা হয়েছে। মাছের বংশবৃদ্ধি বিস্তারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।