সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় শাড়ি আটক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৭:০৮:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে এক কোটি টাকার ভারতীয় শাড়ি আটক করেছে ২৮ বিজিবি। সোমবার দুপুর ১ টায় শহরের ওয়েজখালী এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ এসব ভারতীয় শাড়ি আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার মেহদী হাসানের নেতৃত্বে বিজিবি শহরের ওয়েজখালী এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে একটি পিকআপ ও ১০৩৪ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকার উপরে।
এ ব্যাপারে ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।