নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে এডমিশন ফেয়ার শুরু
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৭:১৪:৩৭ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এ তিন দিনব্যাপী এডমিশন ফেয়ার শুরু হয়েছে। ২০২৫ সালের ফল সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য এডমিশন ফেয়ার চলবে ২৮ মে ২০২৫ পর্যন্ত। এডমিশন ফেয়ারের ১ম দিন সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রনজিত কুমার দে ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন।
এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবিরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর জাহান কাকলি, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের প্রধান মাহমুদ উন নবী রূপক, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী ও লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এডমিশন ফেয়ারে উপস্থিত ছিলেন।
ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি