ইউওয়াইপি প্রোগ্রামের কার্যক্রম অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৭:১৬:২০ অপরাহ্ন
সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ বলেছেন, তরুণ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হলে তাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্যের প্রতি যত্নবান না হলে আগামীতে তারা নেতৃত্ব দিতে পারবেনা। কারণ যেকোন কাজ করতে হলে সুস্থ্য সবল থাকতে হয়।
তিনি সোমবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে উন্নয়ন সংস্থা আরএইচস্টেপ আয়োজিত ইউওয়াইপি প্রোগ্রামের কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরএইচস্টেপ এর ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ স্বপ্নীল সৌরভ রায়। আরো উপস্থিত ছিলেন আরএইচস্টেপ এর আলোরধারা পাঠশালার ইয়ুথ অফিসার ফিলিপ সমদ্দার, ইউওয়াইপি প্রোগ্রামের ইয়ুথ অফিসার মেহেদী হাসান, আলোরধারা পাঠশালার জুনিয়র ইয়ুথ অফিসার হামিদা আক্তার হিমু, মেন্টর তানজিনা বেগম, জয়শ্রী রাণী মোহন্ত, মাহফুজ আলম, ইয়ুথ এডভোকেট তাছলিমা আক্তার কনক ও মাহবুবে এলাহী সিফাত। অনুষ্টানে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও চা বাগানের প্রতিনিধিগণ অংশ নেন। বিজ্ঞপ্তি