বাসের ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৮:২৭:১৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জের দক্ষিণ খলাদাপনিয়া গ্রামের বাসিন্দা মৃত জব্বার মিয়ার পঞ্চম ছেলে হারিছ আহমদ (৩০)। সোমবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই সালমান আহমদ জানান, রোববার রাতে হারিছ আহমদ একটি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। পথে শায়েস্তাগঞ্জ এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা নষ্ট হয়ে যায়। তিনি রাস্তার পাশে ট্রাক থামিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে গিয়ে হারিছ আহমদের ওপর পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।