ফেন্সিডিল-মদসহ র্যাবের অভিযানে আটক ২
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ১০:০০:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে র্যাব-৯। রোববার (২৫ মে) এসএমপির এয়ারপোর্ট ও জেলার জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার সদর থানার ইরাকনগর চৌধুরীপাড়া গ্রামের মো. ফিরোজ চৌধুরীর ছেলে মো. মুহিত কবির চৌধুরী (৩৩) সিলেটের জৈন্তাপুর থানার পূর্ব গর্দ্দনা গ্রামের মৃত ইসমাঈল আলীর ছেলে সামছুল ইসলাম (৬৫)। এসময় তাদের কাছ থেকে ১০১ বোতল ফেন্সিডিল ও ১৬৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯ এর একটি আভিযানিক দল রোববার (২৫ মে) নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩নং খাদিমনগর ইউনিয়নের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়। অন্যদিকে আরেক অভিযানিক দল রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন দরবস্ত ইউপির পূর্ব গর্দ্দনা গ্রামের দামরীবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬৪ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেফতার করে।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, জব্দকৃত মাদকসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।