জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি : উপাচার্য
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ১২:৪৯:১২ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এখন দেশে বসে বিদেশের বিভিন্ন কোম্পানীতে কাজ করে ডলার ইনকাম করা যায়। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ফ্রিল্যান্সিং কোর্স চালু করার উদ্যোগ নিয়েছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ট্রেড কোর্সও চালু করার কথা ভাবছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো। বর্তমান সময়ে নারী-পুরুষের সমান অধিকার। আমরা অবশ্যই নারী-পুরুষ এক সাথে কাজ করার মাধ্যমে দেশকে ও দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করবো।
সোমবার দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এস.এম আমানুল্লাহর পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সারা বিশ^ এখন এক, সিলেটে বসে সারা বিশে^ তুমি কাজ করতে পারবে। আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে মেয়েদেরকে এগিয়ে যেতে হবে। মেয়েরা এখন সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। যারা বিদেশে যাবেন তাদের দক্ষতা প্রয়োজন। দক্ষতা অর্জন ছাড়া বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারবেন না। ছেলেরা-মেয়েরা এক সাথে সমাজ-পরিবার ও দেশকে এগিয়ে নিতে পারে।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আমিরুল আলম খান এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানার পরিচালনয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো: জাফরুল আলম, পরিচালক ও সচিব মো: আমিনুল আক্তার, পরিচালক মো: শফিউল করিম, পরিচালক মো: জসিম উদ্দিন, পরিচালক মো: মোসলেম উদ্দিন, পরিচালক মো: আবু হুরায়রা, হবিগঞ্জ আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত পরিচালক এম এ সালাম, জাতীয় বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার মো: কামাল উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: মিজানুল কবির, সহকারী অধ্যাপক মো: ফখরুল ওয়াহেদ চৌধুরী, সহকারী অধ্যাপক সুহেনাজ তাজগেরা, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, সহকারী অধ্যাপক তপতী রায়, সহকারী অধ্যাপক শেখ মো: আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক বিশ^জিত দেব, সহকারী অধ্যাপক মো: আবু হানিফ, সহকারী অধ্যাপক শক্তি রানী সরকার, সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী অধ্যাপক নন্দ কিশোর রায়, প্রভাষক শাহানাজ বেগম শিমু, প্রভাষক ফারজানা ইয়াসমিন, প্রভাষক আয়েশা আক্তার, প্রভাষক বিকাশ চন্দ, প্রভাষক আব্দুল্লাহ আল মাবরুর, প্রভাষক নাছরিন আরা নার্গিস, প্রভাষক আসমাউল হুসনা, প্রভাষক সোহেল আহমদ, প্রভাষক মো: রুমমান উদ্দিন, প্রভাষক কনিকা রানী ঘোষ, প্রভাষক সোহাগ মিলন, প্রভাষক লিটন চন্দ্র র্শমা, প্রভাষক মো: ফরিদুল ইসলাম, প্রভাষক মো: নিজামুল হক, প্রভাষক রামী চৌধুরী, প্রভাষক বর্ণালী দাশ, প্রভাষক আরাফাত আলী, প্রভাষক টপি রানী পাল প্রমুখ। বিজ্ঞপ্তি