সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ১২:৫৪:৪২ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সম্পন্ন করে গড়ে তুলতে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেট কাজ করে যাচ্ছে। শিক্ষাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন যোগ্য, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক। টিচার্স ট্রেনিং কলেজগুলোর মাধ্যমে আমরা এমন শিক্ষকেরই প্রস্তুতি নিশ্চিত করতে চাই।
তিনি রোববার বিকেলে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন মাছিমপুরস্থ সীমান্তিক কমপ্লেক্সের হলরুমে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক যথাক্রমে মো. আমিনুল আক্তার, মো. শফিউল করিম, মো. মোছলেম উদ্দিন, মো.আব্দুস সালাম, আবু হুরায়রা। বিজ্ঞপ্তি