আলিয়া মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ১২:৫৯:১৭ অপরাহ্ন
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সার্বিক সমস্যা সমাধানে বিশেষ করে শিক্ষক সঙ্কটের বিষয়ে এক মতবিনিময় সভা সোমবার দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান।
মতবিনিময় সভায় বক্তারা শতাধিক বছরের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠানের গৌরবময় অতীত এবং ঐতিহ্য রয়েছে উল্লেখ করে বলেন, সমস্যার ভারে ন্যুব্জ এ প্রতিষ্ঠানের হৃত ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টার কোনো কমতি থাকবে না। এই দ্বীনি প্রতিষ্ঠান অসংখ্য আলেম-উলামা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী উপহার দিয়েছে উল্লেখ করে বক্তারা বর্তমান সরকারের আমলে মাদ্রাসার শিক্ষক সঙ্কটসহ সার্বিক সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় বিসিএস মাদ্রাসা শিক্ষা চালু এবং শিক্ষক নিয়োগের বিষয়ে পিএসসি চেয়ারম্যান বরাবরে দাবি তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ড. মো. দিদার চৌধুরী, প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক সাবেক ভিপি শফিকুর রহমান, সদস্য সচিব সাবেক ভিপি আব্দুল গাফ্ফার, প্রাক্তন ছাত্র সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন এবং ফতেহপুর তায়ীদুল ইসলাম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুস শাকুর। এর আগে নতুন নতুন নিযোগপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ড. দিদার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি