শাহজালাল জামেয়ায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৭:০৫:৪৫ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বাংলা ও ইংরেজি ভার্সন শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও শিক্ষিকা রুজিনা বেগম এবং উমামা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
প্রধান অতিথি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। আধুনিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার ও ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভিন প্রমূখ। বিজ্ঞপ্তি