জহুর চান বিবি মহিলা কলেজে কিশোরী কথন
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৭:০২:০১ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের নিয়ে সোমবার জহুর চান বিবি মহিলা কলেজে ‘কিশোরী কথন : আমার আমি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গ্লোবাল অ্যালিয়েন্স ফর ইমপ্রুভমেন্ট ও সান ইয়থ নেটওয়ার্কের আয়োজনে এসএমসি ও পুষ্টিবিদ ফাউন্ডেশনের তত্তাবধানে কিশোরীদের সচেতনতামূলক এ অনুষ্ঠানে বক্তব্য দেন পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি পুষ্টিবিদ রেবেকা সুলতানা, পুষ্টিবিদ কাজী হামিদা বানু বর্ষা, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডা. রাবেয়া সুলতানা বিথী, পুষ্টিবিদ তাপস দেব রাহুল, হার্ট ওয়াইজ নিউট্রেশন বিডির উপদেষ্টা দীপেন মহাজন, সভাপতি জয়া রাণী মন্ডল, এসএমসি সিলেটের সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ বিকাশ চন্দ্র বর্ধন, এসএসমসি হবিগঞ্জের সিনিয়র অফিসার সাখাওয়াত হোসেন। স্থানীয়ভাবে অনুষ্ঠান সমন্বয় করেন উদ্বাবনী বিজ্ঞান ক্লাবের সভাপতি মোজাহিদ মজুমদার, ক্লাবের শায়েস্তাগঞ্জের আহবায়ক আল আমিন সাইফি।
অনুষ্ঠানে জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল, শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুলের ছয় শতাধিক কিশোরী এতে অংশ নেয়।