শীতলপাটির জন্য সুনামগঞ্জে মুর্তা চাষ করা হবে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৭:১৮:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, দেশে শীতলপাটির ব্যাপক চাহিদা রয়েছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য জেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করবে। যেসব উপজেলার গ্রামগুলোতে শীতল পাটির কাজ করা হয় সেসব জায়গাতে কাঁচামাল যোগান দিতে জেলা প্রশাসনের খাস জায়গায় মুর্তা চাষ করা হবে।
মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবার আয়োজনে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডাঃ শতাব্দী রায়, সহকারী কমিশনার নাসরিন আক্তার, বাসস প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাংবাদিক পংকজ দে, মাসুম হেলাল প্রমুখ।