ক্যান্সার আক্রান্ত ও জুলাই-আগস্টে ক্ষতিগ্রস্তদের ১৫ লাখ টাকার চেক হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৭:১৯:১৭ অপরাহ্ন
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আর্তমাবতার কল্যাণে কাজ করে যাচ্ছে লাভ শেয়ার বিডি-ইউএসএ। এই সংগঠনের অনেকেই বাংলাদেশী, তাদের রাজনৈতিক কোন উদ্দেশ্য নেই। নাড়ির টানে দেশের মানুষের কল্যাণে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে দুর্যোগে কাজ করে যাচ্ছে লাভ শেয়ার বিডি-ইউএসএ।
তিনি বলেন, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়েছে একটি দলের প্রধানসহ তার দলের রাজনৈতিক নেতাকর্মীরা। তাদের অনেকেই শত শত কোটি টাকা দিয়ে বাড়িঘর ক্রয় করে আরাম আয়েশে আছেন। প্রবাসীদের রেমিটেন্স ও দেশের মানুষের টাকা নিয়ে তারা আজ দেশ থেকে পালিয়েছে। তারা দেশের শিক্ষা-সমাজ ব্যবস্থা-অর্থনীতি-সব ধ্বংস করে চলে গেছে। দেশের প্রতি-মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা নেই। পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ফ্যাসিস্টরা। তাদের কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
লাভ শেয়ার বিভি-ইউএসএ এর পক্ষ থেকে ক্যান্সার রোগী এবং জুলাই-আগস্ট মাসের ক্ষতিগ্রস্তদের মাঝে ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
গত সোমবার রাতে নগরীর মাতৃমঙ্গল হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে লাভ শেয়ার বিভি-ইউএসএ এর বাংলাদেশ প্রতিনিধি মো: নাজমুল হোসেন এফসিএমএ এর সভাপতিত্বে ও যমুনা ওয়েল কোম্পানির পরিচালক সালেহ আহমদ খসরুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেটের ব্যুরো প্রধান সেলিম আউয়াল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ট্রেজারার ও মাতৃমঙ্গল হাসপাতালে ও শিশু কল্যাণ কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির কর্মসূচি/৮
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ মে (বৃহস্পতিবার) নগরীর বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ ও বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রঙ্গানে দোয়া ও মিলাদ মাহফিল। পরদিন ৩০ মে (শুক্রবার) বিকাল ৪টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে শহীদ জিয়ার জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া মুসলিম সাহিত্য সংসদে চলমান শহীদ জিয়া গ্রন্থমেলায় মরহুম মাহফুজ উল্লাহ লিখা শহীদ জিয়ার জীবনীর বইয়ের আলাদা স্টল রাখা হবে সেখান থেকে বই সংগ্রহ করতে পারবেন সবাই।
কর্মসূচিগুলো সফল করতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মহানগর বিএনপি, ৬টি থানা, ৪২ ওয়ার্ড ও বিভিন্ন পাড়া ও আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি