অনূর্ধ্ব-১৭ ফুটবল দল গঠনে খেলোয়াড় বাছাই কার্যক্রম ১ জুন
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৭:২০:৫২ অপরাহ্ন
সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে সিলেট জেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল গঠনে প্রাথমিক খেলোয়াড় বাছাই কার্যক্রম আগামী ১ জুন ২০২৫ রোববার সকাল ১০টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল গঠনে প্রাথমিক খেলোয়াড় বাছাই কার্যক্রমে সিলেট মহানগরী এবং সিলেট জেলার সকল উপজেলার অনূর্ধ্ব-১৭ বৎসর বয়সের আগ্রহী ফুটবল খেলোয়াড়দেরকে প্রয়োজনীয় কাগজপত্রাদি ও খেলার সরঞ্জামাদিসহ আগামী ১ জুন সকাল ১০টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে সশরীরে উপস্থিত হয়ে হেড অব কোচিং প্যানেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু (০১৬০৯-৯২৮১৮৩) এর নিকট রিপোর্ট করার জন্য বিশেষভাবে আহবান জানানো যাচ্ছে।
যে সকল খেলোয়াড়ের জন্মতারিখ ০১-০১-২০০৯ হতে ৩১-১২-২০১১ এর মধ্যে শুধুমাত্র তারাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড়ের অনলাইন ভেরিফাইড জন্মসনদ, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং খেলোয়াড়ের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। ‘ইউসিবি বাফুফে অ-১৫ ফুটবল লীগ’ এ অংশগ্রহণকারী খেলোয়াড়গণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। বিজ্ঞপ্তি