মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের ৫০০তম সাহিত্যসভা
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৮:২০:১৮ অপরাহ্ন
মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের উদ্যোগে পাঁচশতম সাহিত্যসভা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৩ মে অনুষ্ঠিত হয়।
মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক জালালী শাজলীর সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলামিস্ট আফতাব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোক সাহিত্য গবেষক আবু সালেহ আহমেদ, সিলেট প্রেসক্লাবের সদস্য ফয়ছল আলম।
ফোরাম সভাপতি রুহুল ফারুক বলেন, এই সাহিত্য সভার মাধ্যমে হযরত শাহজালাল (রহ.) এর জীবন ও মিশনকে ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধের মাধ্যমে প্রচার করা হচ্ছে। ইতিমধ্যে আযান প্রতিযোগিতা, বই প্রকাশনা উৎসব, জালালী পদক প্রবর্তন, স্মরণসভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
ফোরামের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বেগের উপস্থাপনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি আতাউর রহমান বঙ্গী, লেখক গবেষক খসরুর রশীদ, প্রচার সম্পাদক ঈশা তলুকদার। উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী মাসুম সরকার, কয়েস আহমেদ সাগর, আব্দুল বাসিত, মনির হোসেন, ওমর ফারুক, মোহাম্মদ হাসিবুর রহমান, মোহাম্মদ রাজু আহমেদ, সাইফুর রহমান, কন্ঠশিল্পী তুহিন আহমেদ ও গীতিকার মাসুক আহমেদ সাহেদ। বিজ্ঞপ্তি