যেভাবে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৭:৩৪:৫৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা। দেশ-বিদেশের নানা প্রান্তে ভক্তরা নিশ্চিন্তে খেলা উপভোগ করার জন্য অপেক্ষা করছেন তারা। কিন্তু খেলা কোথায় কিভাবে দেখা যাবে? সমর্থকদের এই প্রশ্নের উত্তরও মিলেছে।
বাংলাদেশে বসে যারা লিটন দাসদের দেখা দেখা যাবে দেশের ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস-এ। টেলিভিশনের পর্দার পাশপাশি হাতে থাকা স্মার্টফোনেও মিলবে লাইভ খেলার স্বাদ। ট্যাপম্যাড অ্যাপে মোবাইলে দেখা যাবে খেলা।
পাকিস্তানের দর্শকের জন্য থাকছে তাদের দেশের দুটি জনপ্রিয় চ্যানেল- টেন স্পোর্টস ও এ স্পোর্টস। যে দুটি চ্যানেল বাংলাদেশেও দেখা যায়। তাছাড়া মোবাইল ব্যবহারকারীরা ম্যাচ দেখতে পারবেন তামাশা এবং ট্যাপম্যাড অ্যাপে।
সিরিজটি আফ্রিকায় সরাসরি সম্প্রচার করবে সুপার স্পোর্ট, যুক্তরাজ্যে দেখা যাবে এআরওয়াই ডিজিটাল-এ, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায় খেলা দেখা যাবে ক্রিকবাজ-এ, শ্রীলঙ্কায় সম্প্রচার করবে ডায়লগ টিভি আর উত্তর আমেরিকায় রয়েছে জনপ্রিয় উইলো টিভি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ মে রাত ৯টায় মাঠ গড়াবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ৩০ মে ও তৃতীয় ম্যাচ ১ জুন। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।