হোম ডেলিভারি সেবায় অনন্য CarryBee
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৯:১৩:৪৪ অপরাহ্ন
যাত্রা শুরুর মাত্র দুই মাসের মধ্যেই হোম ডেলিভারি সেবায় সাড়া ফেলেছে ই-কমার্স প্রতিষ্ঠান CarryBee । বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার (২৭ মে) প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী CarryBee বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে, সেখানে ‘মিড-মাইল’ এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিহন করছে। খুব শিগগিরই দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একইদিনে দেশের নির্দিষ্ট জেলাসমূহে পণ্য হোমডেলিভারি কার্যক্রম শুরু করবে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপানশনের রয়েছে প্রত্যয়ী পরিকল্পনা। দেশজুড়ে ১২০টিরও বেশি নিজস্ব পরিবহন, শতাধিক হাব, দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণের সক্ষমতা এবং ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সলিউশন।
প্রতিষ্ঠানটির সেবাগুলোর মধ্যে রয়েছে, দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের শতভাগ নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। উদ্যোক্তাদের জন্য রয়েছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা। এটি শুধু কুরিয়ার নয়, নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার। বিস্তারিত তথ্য ওয়েবসাইট carrybee.com ভিজিট করে জানা যাবে। প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন, এই লক্ষ্যেই আমাদের যাত্রা। বিজ্ঞপ্তি