তীব্র গরমে পুড়ছে সিলেট
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ৮:৫১:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গত কয়েকদিন থেকেই সিলেটে তাপমাত্রার পারদ উপরের দিকে। সারাদিন রোদে পুড়ে রাতে বৃষ্টি নামলেও ভ্যাপসা গরমে সেই বৃষ্টিতেও তেমন স্বস্তি আসেনি। সোমবার দিবাগত মধ্যরাত থেকে বৃষ্টি নামলে গরমের তীব্রতা কিছুটা কমে আসে, তবে ভ্যাপসা গরম ছিল। মঙ্গলবার ভোরের দিকে হালকা বৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে কড়া রোদে পুড়তে থাকে জনপদ। আকাশ ছিল ঘন নীল। এদিন সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদিনে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার। আগেরদিন সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।