সুনামগঞ্জে মোবাইল কোর্টের অভিযান
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৬:২৭:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌর শহরের কাচা বাজার, মাছ বাজার এবং মাংসের বাজারসহ পেট্রোল পাম্পগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ অভিযান চলে।
বিএসটিআই, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই তিন সংস্থার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি মুরগির দোকান, একটি মাছের দোকান এবং একটি পেট্রোল পাম্পকে ওজনে কম দেওয়ার দায়ে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই সিলেট বিভাগীয় পরিদর্শক মো. অমিত হাসান বলেন, সিলেট বিভাগের সবগুলো জেলাতে একটা কমন অভিযোগ হচ্ছে যে, বাজারের দোকানগুলোতে ওজনে কম দেওয়া হচ্ছে এবং পেট্রোল পাম্পে পরিমাপে কম দেওয়া হচ্ছে। আমরা সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট পরিচালনা করলাম। মুরগীর বাজারে গেলাম। আমরা সেখানে একটা প্রতিষ্ঠানকে পেলাম তারা ওজনে কম দিচ্ছে। সেই প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তারপরে গরুর মাংসের দোকানে গেলাম। সেখানে দেখলাম তারা ডিজিটাল স্কেল ভোক্তাদের আড়ালে রাখে। আমরা তাদেরকে পরামর্শ দিলাম, যাতে করে ডিজিটাল স্কেল স্পষ্টভাবে রাখে এবং গ্রাহক সেটা দেখতে পারে। এরপরে মাছ বাজারে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে একটি প্রতিষ্ঠানকে ওজনে কম দেওয়ার বিষয়টির প্রমাণ পাই এবং সেই প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করি। পরে আমরা শহরের তিনটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করি। এর মধ্যে একটা পেট্রোল পাম্প (সিনথিয়া গ্যাস পাম্প) যেটাতে আমরা দেখলাম ওজনে কম দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট সেটাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার, বিএসটিআই সিলেট বিভাগীয় পরিদর্শক মো. অমিত হাসান এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।