ছাতক সীমান্তে ১৬ জনকে পুশইন
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৬:৩০:২৪ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। ২৮ মে ভোর ৪টায় ছাতকে নোয়াকুট বিজিবি ক্যাম্পের হাবিলদার আজিজ রহমানের নেতৃত্বে টহল টিম ছনবাড়ি এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৪২), তার স্ত্রী হাসিনা বেগম (৩০), ছেলে মোঃ হাসান আলী (১১), মোঃ আবেদ আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩০), তার স্ত্রী রোপা আক্তার (২৩), ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদের স্ত্রী হাসিনা খাতুন (৩৫), ছেলে মোঃ হাসানুর (২২), মোঃ মিজানুর (১৬) ও মকুল (০৮), বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মোঃ আতাউর (২৫), তার স্ত্রী জান্নাতি (২২), ছেলে মোঃ জাহিদ (০৫), মেয়ে আতিকা (০১), ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মোঃ নবী উল্লা হকের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী নুন নাহার (২৪) ও মেয়ে শরীফা (২.৫)।
জানা যায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নোয়াকোট বিওপির অধিনে ১২৪৬ সীমান্ত পিলারের ১’শ গজ বাংলাদেশের ভিতরে বিজিবির টহল টিম তাদের আটক করে। ভারতীয় অংশের কুড়িখাল ক্যাম্পের বিএসএফ বাংলাদেশের ছনবাড়ী এলাকা দিয়ে তাদের পুশইন করে। তারা সকলে অবৈধভাবে ভারতে বসবাস করছিল।
নোয়াকোট বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রাত ৪টায় ১২৪৬ পিলারের ১’শ গজ ভিতরে তাদেরকে আটক করা হয়। পুশইন করা ১৬ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুশইন করা ১৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।