গোয়াইনঘাটে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৫, ৭:৫১:১১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
পিছিয়েপড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাদের রয়েছে সুপ্ত প্রতিভা। প্রশিক্ষণের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সরকারের আর্থিক সহায়তায় জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে।
বুধবার গোয়াইনঘাটে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নিবাস রঞ্জণ দাস এই আশাবাদ ব্যক্ত করেন।
বেলা সাড়ে ৩ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজন ও বাস্তবায়নে সমাজসেবা কর্মকর্তা আবু কাউছারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক নিবাস রঞ্জণ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন, সহকারী পরিচালক রফিকুল হক, প্রেসক্লাব সভাপতি মঞ্জুর আহমদ, সাংবাদিক আব্দুল মালিক প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খাঁন।